Header Ads Widget

র‌্যাব-৮, সিপিএসসিসি ভোলা ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযানে লালমোহন উপজেলাধীন গজারিয়া এলাকা হতে ককটেল উদ্ধার প্রসঙ্গে



 *র‌্যাব-৮, সিপিএসসিসি ভোলা ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযানে লালমোহন উপজেলাধীন গজারিয়া এলাকা হতে ককটেল উদ্ধার প্রসঙ্গে *

র‌্যাব-০৮, সিপিএসসি ভোলা ক্যাম্পের একটি টহল দল ও পুলিশের যৌথ অভিযান এবং স্থানীয় জনতার সহায়তায় ইং-২৫/০৮/২০২৪ তারিখ দুপুর ১৩:১০ ঘটিকায় ভোলা জেলার লালমোহন থানাধীন ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারস্হ আওয়ামী লীগ পার্টি অফিসের দ্বিতীয় তলায় যুবলীগ অফিসে টেবিলের উপরে কাঠের গুড়াভর্তি মিষ্টির প্যাকেটে দৃশ্যমান ০৩ (তিনটি) ককটেল (লাল টেপ দিয়ে জড়ানো) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে, উদ্ধারকৃত ককটেল র্যাবের সাথে থাকা লালমোহন থানা পুলিশ হেফাজতে নেয়। লালমোহন থানা পুলিশের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
All reactions:
6

Post a Comment

0 Comments